দুনিয়ার দুঃখ দুঃখই না, জাহান্নামের দুঃখই আসল দুঃখ

প্রতিটি জীবকে মরতে হবে, আমি চাই বা না চাই, এদুনিয়া ছেড়ে যেতেই হবে, আসুন দুনিয়ায় থেকে আসল জিন্দিগি কবর, হাশর ও জান্নাতের পাথেয় সংগ্রহ করি।

Friday, August 23, 2013

ইসলামে বিশুদ্ধ হও - একটি অসাধারন গল্প।

ইসলামে বিশুদ্ধ হও-  - একটি অসাধারন গল্প। ===============­============== একদিন এক যুবক একজন আলেমের কাছে এসে বললঃ "হুযুর, আমি একজন তরুণ যুবক । কিন্তু সমস্যা হল, আমার মাঝে মাঝে প্রবল খায়েশ কাজ করে । আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি, তখন আমি মেয়েদের দিকে না তাকিয়ে পারি না । আমি এখন কি করতে পারি ?" তখন ঐ আলেম কিছুক্ষন চিন্তা করলেন । চিন্তা করার পর তাকে একটা দুধ ভর্তি গ্লাস দিলেন । গ্লাস পুরোটায় দুধে কানায় কানায় পরিপুর্ণ ছিল । অতঃপর ঐ আলেম তাকে বললেনঃ "আমি তোমাকে বাজারেরএকটি ঠিকানা দিচ্ছি, তুমি এই দুধটুকু সোজা সেখানে পৌছিয়ে দিয়ে আসবে ।...

Thursday, April 11, 2013

জেনে নিন কাজা নামাজ আদায় করার পদ্ধতি

জেনে নিন কাজা নামাজ আদায় করার পদ্ধতি নামাজ একটি অবশ্য পালনীয় বিধান। প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ, সবল বিবেকবান মুসলমান নর-নারীর ওপর প্রত্যহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। পরে তার কাজা আদায় করা ওয়াজিব। কেউ যদি তওবাও করে তাহলেও কাজা নামাজ আদায় করার হুকুম বিলুপ্ত হয় না, এমনকি হজ করার মাধ্যমেও মাফ হয় না। কেউ যদি কাজা নামাজ আদায় না করে অসুস্থ হয়ে পড়ে এবং এ রোগে মারা যায় আর অসুস্থাবস্থায় লোকটি ওয়ারিশদের তার পক্ষ থেকে কাজা নামাজের ফেদিয়া দেয়ার কথা বলে যায়Ñ এ অবস্থায় তার ওয়ারিশদের ওপর ফেদিয়া দেয়া...

Saturday, March 2, 2013

নিজকে জানো, ইসলামে বিশুদ্ধ হও

নিজকে জানো, ইসলামে বিশুদ্ধ হও আমরা মুসলিম। সেজন্য শুকরিয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের। মানব সৃষ্টির উদ্দেশ্য কি আমরা জানি, আজ আছি , হয়ত আগামীকাল থাকব না, ফিরে যেতে হবে আল্লাহর দরবারে, আমি কি প্রস্তুুত , কি বলেন, আপনার মতামত দিন। আপনি ইসলাম সম্পর্কে  কোন কথা লিখেতে চাইলে আমাদের ম্লেইল করুন।&nbs...